Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাউফলে ১০ লাখ টাকার গাঁজাসহ আটক ২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৩, ১২:২৫ পিএম


বাউফলে ১০ লাখ টাকার গাঁজাসহ আটক ২

পটুয়াখালীর বাউফলে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত গাজার বাজারমূল্য ১০ লাখ টাকা বলে দাবিে পুলিশের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপণ সূত্রে খবর পেয়ে  সোমবার (৯ জানুয়ারি) ভোরে  বাউফল থানা পুলিশের একটি দল কারখানা লঞ্চঘাটে অভিযান চালায়। এর আগে ঢাকা-পটুয়াখালী রুটের জামাল-৫ লঞ্চ থেকে একটি ওয়্যারড্রব নামানো হয় কারখানা লঞ্চঘাটে। ওয়্যারড্রবটি একটি অটোরিক্সায় তোলার পরই পুলিশ সেটি তল্লাশি চালিয়ে ওয়্যারড্রবের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। এসময় লিমন (২৫), শাকিল (২১) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এআরএস

Link copied!