Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৩, ১২:৩৪ পিএম


সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আইনুদ্দিন (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার (০৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইনুদ্দিন মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত. মঈন উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন। পাশাপাশি গ্রাম-গঞ্জে সাপ খেলা দেখাতেন।

পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যান আইনুদ্দিন। সেখানে একটি বিষধর সাপ তাকে কামড়ালে দ্রুত বাড়ি ফেরেন তিনি। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেলে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে অহত আইনুদ্দিনকে তার পরিবারের সদস্যরা ভর্তি করেন৷ রাত ৯ টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এআরএস

Link copied!