Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চকরিয়ায় এতিম শিশুদের মাঝে থানার ওসির শীতবস্ত্র বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৩, ০৪:৩৬ পিএম


চকরিয়ায় এতিম শিশুদের মাঝে থানার ওসির শীতবস্ত্র বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছেন থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। সম্প্রতি চলমান শৈত্যপ্রবাহে জবুথবু সারা দেশের সাধারণ মানুষ। এতে ঘর থেকে বের হতে পারছে না কেউ।

চকরিয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথশিশুদের ব্যক্তিগত পক্ষ থেকে শীতের কাপড় ও কম্বল বিতরণ করছেন ওসি। একইভাবে বিভিন্ন এতিমখানায় গিয়ে দুঃস্থ ও গরীব অসহায় শিশুদের মাঝে শীতের কাপড় বিতরণ করা হচ্ছে।

চকরিয়া সাহারবিল এলাকার একটি এতিম খানার ছাত্র আবদুর রহমান বলেন, শীতের কাপড় পেয়ে খুব ভাল লাগছে। ভাল শীতের কাপড় না থাকায় বাইরে বের হতে পারতাম না।  

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে শৈত্যপ্রবাহে জবুথবু শিশুদের শীতের কাপড় দিয়ে সহায়তা করতে পেরে আনন্দ লাগছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কেএস 

Link copied!