ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৩, ০৪:৫৬ পিএম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৩, ০৪:৫৬ পিএম
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাল্য বিবাহ আইন ও জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনে গ্রামীণ নারীদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামে মঞ্জুরুল ইসলামের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন, তথ্য সেবা কেন্দ্রের ‘তথ্যআপা’ আফসানা ফেরদৌস, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, তথ্য সহকারী রিনা খাতুন, সেবা গ্রাহীতা লাভলী আক্তারসহ অনেক।
অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতনে প্রতিরোধে, তথ্য প্রযুক্তির সুবিধা-অসুবিধা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরে উঠান বৈঠকে আলোচনা করেন।
কেএস