Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩

শরিফ শেখ, সাভার

শরিফ শেখ, সাভার

জানুয়ারি ৯, ২০২৩, ০৪:৫৯ পিএম


মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে সিনথিয়া নামে ছয় বছরের এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) রাতে শিশুটির মরদেহ উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. হাচিব সিকদার।

এর আগে গত ৪ জানুয়ারি নিখোঁজ হয় সিনথিয়া। পরে ৫ জানুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। এরপর ৭ জানুয়ারি তিনজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে রোববার রাতে আশুলিয়ার থানাধীন খেজুর বাগান এলাকার সুয়েরেজ সংযোগের উপর থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া নিলফামারী জেলার পঞ্চপুকুর গ্রামের মো. জসিনুরের মেয়ে। সিনথিয়া তার পরিবারের সঙ্গে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় নুর সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয় সিনথিয়া। পরের দিন এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি নিখোঁজের ডায়েরি করলে সেদিন রাতে মুক্তিপণ দাবি করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে অপহরণকারী আব্দুল কাদের (২০) ও তার বাবা-মাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী রোববার রাতে খেজুর বাগান এলাকায় একটি সুয়ারেজ থেকে শিশু সিনথিয়ার লাশ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাচিব বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মুক্তিপণ না পেয়ে শিশু সিনথিয়াকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

কেএস 

Link copied!