Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৩, ০৬:৫৭ পিএম


নীলফামারীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নীলফামারীতে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উত্তরা ইপিজেটে চাইল্ড ডে কেয়ার চালু করণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, আমি গত ০৬ ডিসেম্বর ২০২২ তারিখে নীলফামারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করি। একটু দেরিতে হলেও জেলার সার্বিক খোঁজখবর নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করি। ইতিমধ্যে জেলার কিছু সমস্যা তুলে ধরা হয়েছে। আমরা দ্রুত তা সমাধান করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, উত্তরা ইপিজেটে চাইল্ড ডে কেয়ার না থাকলে সেখানে কথা বলে দ্রুত চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ গ্রহণ করাসহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। সেইসাথে জেলা প্রশাসনকে সহযোগীতা করতে জেলার সকলকে আহবান জানান তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও আমার সংবাদের জেলা প্রতিনিধি আল-আমিন, বাংলাভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকী, মর্নিং গ্লোরীর জেলা প্রতিনিধি আবু হাসান, আমাদের সময়ের জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান মানিক, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সোহেল রানা, রিপোর্টার্স ইউনিটির ক্রিড়া সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক বর্তমান কথা’র জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদ, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাগর আলী, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিত্যুঞ্জয় রায়, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন ইসলাম, ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশাহ সেকেন্দার ভুট্টু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পি. কে সাইদুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!