Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার স্ত্রী গ্রেপ্তার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জানুয়ারি ১০, ২০২৩, ১১:১১ এএম


ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার স্ত্রী গ্রেপ্তার

মাগুরায় ইয়াবা ট্যাবলেট সহ কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি তারিকুল ইসলাম সোহেল রানা সস্ত্রীক গ্রেপ্তার হয়েছে।

সোমবার সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার সদর উপজেলার রামনগর থেকে তাদের গ্রেপ্তার করে। আটক সোহেল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৬নং কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের মৃত বক্কার মোল্লা পুত্র। স্ত্রী রিয়া খাতুন একই উপজেলার কাদিরপাড়া গ্রামের মমিন মাষ্টারের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসিরের নেতৃত্বে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় রামনগর গ্রামে যুবলীগ নেতা সোহেল রানার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ইয়াবাসহ সোহেল এবং তার স্ত্রী রিয়া সুলতানাকে আটক করা হয়।

মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকান্দার আলি জানান, স্বামী-স্ত্রী মিলে তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলো। বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছে এমন খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কেএস 

Link copied!