Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

থানচিতে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৩, ১১:১৮ এএম


থানচিতে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবান পার্বত্য জেলা থানচিতে স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ অব্যাহত নিষেধাজ্ঞা নতুন করে পূণরায় জারি করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত অত্রাফিসের পত্রের নং ০৫.৪২.০৩০০.৪০৩,১২,০৪৬.২২,৯৮৮; ১১ ডিসেম্বর ২০২২ মূলে জারীকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর বান্দরবান রিজিয়ন এই নিষেধাজ্ঞা জারী করেন।

বান্দরবান সেনানিবাসের ৯ জানুয়ারি ২০২৩ তারিখের ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রের আলোকে থানচি উপজেলা তৎসংলগ্ন এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করায়, বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় পর্যটকদের নিরাপত্তা বিষয়টি বিবেচনাকরতঃ বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ আগামী ১১ জানুয়ারি ২০২৩ হতে ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে রোওয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা ব্যতীত অন্যান্য উপজেলায় পূর্বের ন্যায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারী করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

কেএস 

Link copied!