Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মুসলিম ক্রেতার দাড়ি ছেড়ার ঘটনায় থানা ঘেরাও

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১০, ২০২৩, ০৩:২২ পিএম


মুসলিম ক্রেতার দাড়ি ছেড়ার ঘটনায় থানা ঘেরাও

বরিশালে এক হিন্দু দোকানদার কতৃক মুসলিম ক্রেতার দাড়ি ছিড়ে ফেলার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থাকা ঘেরাও বিক্ষোভ করেছেন ধর্ম প্রাণ মুসলিমরা।

বিক্ষোভকারীরা জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে নগরীর লঞ্চঘাট ঘাট এলাকায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারে প্রতিদিনের মত আজও নাস্তা করতে যান হাজী মোহাম্মদ মহাসিন মার্কেটের এক দোকানের কর্মচারী সৌরভ। এসময় ১০ টাকা কম দেওয়া নিয়ে হিন্দু সম্প্রদায়ের দোকান মালিকের সাথে ক্রেতা সৌরভের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটলে দোকানের মালিক মুসলিম ক্রেতার দাড়ি ছিরে ফেলে। ঘটনাটি ছড়িয়ে পড়লে মুসলিমরা লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ করেন। এবং দোকান ভাংচুর করে পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা সময় পার করে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে ম্যানেজার ভানু উদ্ধার করে থানায় নিয়ে আসলে। মুসলিম জনতা থানা এলাকায় ঘেরাও করে বিক্ষোভ করেন।

থানার ওসি  আজিজুল করিম বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

কেএস 

Link copied!