Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টেকনাফে ইয়াবাসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৩, ০৫:২৭ পিএম


টেকনাফে ইয়াবাসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে ৫০ হাজার ইয়াবা সহ ১৩ মামলার আসামি মো. রাসেল (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া নিজ বাড়ি থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।

গ্রেপ্তার মোঃ রাসেল, টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

ওসি মো. আব্দুল হালিম বলেন, টেকনাফ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায় সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার মো. রাসেল বাড়িতে। এসময় অভিযানে মো. রাসেলের বসত সংলগ্ন টিনের ছাউনির নিচে কাঠের স্তুপ থেকে ৫০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। মো. রাসেলের বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় মাদক ও মানবপাচার সহ ১৩ টি মামলা রয়েছে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় নিয়মিত মামলা রুজু শেষে মো. রাসেলকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে বলেও জানায় পরিদর্শক মো. আব্দুল হালিম।

কেএস 

Link copied!