Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৩, ০৭:১৫ পিএম


কেরানীগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কাউসার খান (৪৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে আগানগর ইস্পাহানি নদীধারা আবাসিক এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।  নিহত কাউসার ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাউয়াখোলা গ্রামের মৃত হোসেন খানের ছেলে। সে ইস্পাহানি এলাকায় চৌধুরী ভিলায় কেয়ারটেকারের কাজ করতো। পুলিশের ধারণা রাতের কোনো এক সময় শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান, ঘটনার মূল রহস্য উৎঘাটন করার জন্য পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি করছি খুব শিগ্রই এর রহস্য উৎঘাটন করতে পারবো।

এআরএস

Link copied!