Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুর অফিসার্স ক্লাবের সভাপতি হাফিজুর, সম্পাদক আশরাফুজ্জামান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৩, ০৩:৫৩ পিএম


মির্জাপুর অফিসার্স ক্লাবের সভাপতি হাফিজুর, সম্পাদক আশরাফুজ্জামান

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা অফিসার্স ক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, তিন সহ-সভাপতি সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, সহ-সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের মোল্লা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক উপজেলা পরিসংখ্যান অফিসার সোরহাব হোসেন ফরহাদ, নির্বাহী সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ শরীফুল হক আকন্দ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সাব-রেজিষ্টার উম্মে সালমা।

কেএস

Link copied!