Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৩, ১০:৪২ এএম


ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ীতে বাসের ধাক্কায় মাহাবুবুর রহমান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাসলিফুর রহমান (৫০) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১জানুয়ারি) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়ীর কে বি পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুবুর দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছেন।

এআরএস

Link copied!