Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাংলা ভাইয়ের চাচাতো ভাই গ্রেপ্ততার

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১২, ২০২৩, ০৬:১৪ পিএম


বাংলা ভাইয়ের চাচাতো ভাই গ্রেপ্ততার

বগুড়ার গাবতলী উপজেলা থেকে জিহাদি বইসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্য ওয়ালীউল্লাহ ওলি (৪৭) নামে এক জঙ্গি নেতাকে গ্রেপ্ততার করেছে পুলিশ। তিনি ফাঁসির রায় কার্যকর হওয়া জঙ্গিনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের চাচাতো ভাই।

গ্রেপ্ততার হওয়া জঙ্গি ওলি’র কাছ থেকে ২৩টি জিহাদি বই পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওলি বগুড়া জেলায় দায়িতপ্রাপ্ত জঙ্গিনেতা। সংগঠনকে গোছানোর জন্য এলাকায় অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওলিকে গেপ্ততার করে।

গাবতলী মডেল থানা পুলিশ আরও জানায়, তাদের কাছে তথ্য আসে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা চকসুদ গ্রামের গাইবান্ধা হোটেলের সামনে একটি নবনির্মিত ভবনে বৈঠকের জন্য সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে ভোরে অভিযান চালায়। এ সময় ওই ভবনের ছাদ থেকে ওয়ালীউল্লাহকে গ্রেপ্ততার করা হয়। তবে তার সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যান।

ওয়ালীউল্লাহর বাড়ি গাবতলীর কর্ণিপাড়া গ্রামে। তার বিরুদ্ধে ২০১৭ সালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এরপর পলাতক ছিলেন। গাবতলীর গোলাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে ওই জঙ্গিনেতা আত্মগোপনে ছিলেন।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানান, পালিয়ে যাওয়াদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। গ্রেপ্ততারকৃত ওয়ালীউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

এবি

Link copied!