Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৩, ১০:৪৪ এএম


কিশোরগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

কিশোরগঞ্জে ১৪১ পিস ইয়াবাসহ রুবেল হোসেন নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল ফার্মের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের হাতে আটক রুবেল হোসেন (৩২) পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার ফার্মের মোড়ে অভিযান চালিয়ে রুবেলকে নিজ দোকান থেকে ১৪১ পিস ইয়াবাসহ আটক করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ইয়াবাসহ আটক রুবেলের বিরুদ্ধে মাদক আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।

এআরএস

Link copied!