কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৩, ১২:৫২ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৩, ১২:৫২ পিএম
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করলো স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স।
কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড়ের পাশে বেদে পল্লীতে শুক্রবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন।
চমৎকার এই আয়োজনে পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক নানা কর্মকান্ডে মেতে উঠে বেদে সম্প্রদায়ের শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ।
উৎসবে তাল, নকশী, ভাজা ও কলাসহ সাত রকমের পিঠা তৈরি করা হয়। এই উৎসব ঘিরে বর্ণিল হয়ে উঠে বেদে পল্লীর ২০ টি খুপরি ঘরের অর্ধশতাধিক শিশু কিশোররা।
বেদে পল্লীর শিশু শরীফ, শুভ ও মারুফা জানায়, তারা তিন বছর পর এই পিঠা খেয়েছে, খুব ভালো লেগেছে। বেদে পল্লীর সরদার জসীমউদ্দিন বলেন, অনেকদিন পর আমরা এমন সুন্দর আয়োজন দেখেছি। আমাদের বাচ্চাকাচ্চারা অনেক আনন্দ পেয়েছে।
সংগঠনটির উদ্যোক্তারা জানায়, শীতে আমরা ভালো পিঠাপুলি খেলেও সুবিধাবঞ্চিত এই শিশুরা এর থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটাতে শীতকালীন এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
এআরএস