Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখেরি মোনাজাত ঘিরে রাত থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৩, ০৩:৪৮ পিএম


আখেরি মোনাজাত ঘিরে রাত থেকে বন্ধ থাকবে যেসব সড়ক
ফাইল ছবি

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আখেরি মোনাজাত পর্যন্ত এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এদিন দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুদিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় যানবাহন চলাচলে বাইপাস সড়ক ব্যবহার করার জন্য চলাচলকারীদের অনুরোধ জানান তিনি।

কেএস

Link copied!