Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ হবে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

জানুয়ারি ১৪, ২০২৩, ০৬:০১ পিএম


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ হবে

চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের হবে। ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। এই মহাসড়ক নির্মাণে অর্থায়ন করবে জাইকা। এই মহাসড়কে জাইকার অর্থায়নে সাঙ্গু মাতামুহুরীসহ তিনটি ব্রিজের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। গতকাল তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদেরএ তথ্য জানান।

তাছাড়া ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয়লেনে উন্নীত করতেই হবে। সড়কের দুই পাশে জায়গা আছে চট্টগ্রাম কক্সবাজারও ছয়লেন হবে।

চট্টগ্রাম দেশের বাণিজ্য রাজধানী ও অর্থনীতির মূলস্তর উল্ল্যেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামকে দেশের জাতীয় অর্থনীতির স্বার্থে বাঁচিয়ে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। চট্টগ্রাম আরও এগিয়ে যাবে।

কেএস

Link copied!