Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৪, ২০২৩, ০৮:৩২ পিএম


মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর- ২ (মতলব উত্তর-দক্ষিণ) এর এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. নুরুল আমিন রুহুল। 

শনিবার (১৪ জানুয়ারি) কমিটির অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুস অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ছেংগারচর পৌরসভার সহকারী কমিশনার (ভূমি)  ও প্রশাসক আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাহবুবুর রহমান সেলিম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো. নাছির উদ্দীন, মফিজুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্যা মাস্টার, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জান ওয়াদুদসহ সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টিএইচ

Link copied!