Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মুসলিম উম্মাহর শান্তি কামনার মাধ্যমে আখেরি মোনাজাত শেষ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৫, ২০২৩, ১০:৪৯ এএম


মুসলিম উম্মাহর শান্তি কামনার মাধ্যমে আখেরি মোনাজাত শেষ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুনিয়া ও আখেরাতের শান্তি, দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে শেষ হয়েছে তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুণাহ মাফ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সমবেত মুসল্লিরা মোনাজাত করেছেন।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৫৭মিনিটে শুরু হয় এ আখেরি মোনাজাত ।

মোনাজাতের সময় ইজতেমা ময়দান ও আশপাশ এলাকা থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসে আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনী। আগামী ২০ জানুয়ারি  থেকে মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দুইদিন ব্যাপী ইজতেমা শুরু হবে। ২২ জানুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৬ তম বিশ্ব ইজতেমা।

২০ মিনিট স্থায়ী এ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়েরুল ইসলাম। এর আগে প্রথম আরবিতে এবং পরে বাংলায় দোয়া পরিবেশন করে। মহামারি করোনার কারণে গত দুই বছর ইজতেমা বন্ধ থাকার পরে এবছর মুসল্লি ছিল চোখে পড়ার মতো। ইজতেমার ১ম পর্বের এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছে কয়েক লাখ মুসল্লি।

এসবি/ এবি

Link copied!