Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৩, ০৪:১৪ পিএম


মাটিরাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নোংরা পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অভিযোগে ২ বেকারি ও ১ রেস্তোরাঁ সহ ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ জানুয়ারি ) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।  

এসময় নিরাপদ খাদ্য পরির্দশক মো. মিজানুর রহমান সহ মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯-এর ৫৩, ৩৭ ও ৫১ ধারায় মাটিরাঙ্গা বাজারের মাটিরাঙ্গা মাতৃভান্ডার,  রহমানিয়া বেকারি , নিউ ভাই ভাই রেস্তোরাঁ,  তিনটি  প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে  জানান তিনি।

এআরএস


 

Link copied!