Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি রুহুল

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৫, ২০২৩, ০৬:৫৭ পিএম


প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি রুহুল

মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে ২৯ জন নেতা-কর্মীদের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) চাঁদপুর- ২ (মতলব উত্তর-দক্ষিণ) এর এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চেয়ারম্যান মতলব উত্তর উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, দেওয়ান মো. জহির, সভাপতি, মতলব উত্তর উপজেলা যুবলীগ। আওরঙ্গজেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মতলব উত্তর। মো. মনির হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার, মতলব উত্তর। মো. মিজানুর রহমান, উপ পুলিশ পরিদর্শক। ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর মোহাম্মদসহ আওয়ামী লীগ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চিকিৎসার চেক গ্রহণকারী ব্যক্তিবর্গ।

সভাপতিত্ব করেন আল এমরান খান, সহকারী কমিশনার (ভূমি) মতলব উত্তর  ও প্রশাসক ছেংগারচর পৌরসভা।

টিএইচ

Link copied!