জানুয়ারি ১৫, ২০২৩, ০৮:১৮ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।
তারাবো পৌরসভার রূপসী, মইকুলী, খিদিরপুর, নয়াপাড়া ও খাদুন এলাকায় ৪ কিলোমিটারে বিভিন্ন বসতবাড়ীতে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া এ সময় একটি কয়েল ফ্যাক্টরি, একটি বেকারি, ও কয়েকটি খাবার হোটেলের অবৈধ লাইনও বিচ্ছিন্ন করা হয়।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌশলী রফিকুজ্জামান, উপ ব্যবস্থাপক হাসান আহমেদ, উপ ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সৈয়দ তাফহীম অনিক, প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শাহীনুজ্জামান, প্রকৌশলী সুজিল মিয়া প্রমুখ।
এ সময় উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত এ এলাকায় তিতাসের উচ্চচাপের লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস ব্যবহার করছেন। আজ চারটি গ্রামের প্রায় ৫ হাজার বাড়ির এ অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করেছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।
মহি/টিএইচ