Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লায় শিশু ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৩, ০৯:০৬ পিএম


কুমিল্লায় শিশু ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

কুমিল্লায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৫ জানুয়ারি) কুমিল্লা শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের পূর্ব বেলঘর এলাকার ফরিদ আহাম্মদের ছেলে।

জানা যায়, ২০২০ সালে বেলঘর দোকানে খাবার কেনার জন্য বাড়ি থেকে বের হয় স্থানীয় এক স’মিল মিস্ত্রীর মেয়ে। এ সময় মেহেদী তার পিছু নিয়ে একটি নির্জন ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে তার অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালেপাঠানো হয়।

এ ঘটনায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার শিশুর বাবা। ঘটনার  ‍দু’বছর পর মামলার রায় ঘোষণা করা হয়।

এআরএস

Link copied!