Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রিজের গোড়ার মাটি কেটে রাস্তা সংস্কার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৩, ০৯:১৮ পিএম


ব্রিজের গোড়ার মাটি কেটে রাস্তা সংস্কার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রিজের গোড়া থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। অনবরত মাটি কেটে সরানোর কারণে হুমকিতে পড়েছে ব্রিজটি। বন্যার পানিতে ব্রিজের খুঁটি দেবে ধসে যাবে বলে শঙ্কা এলাকাবাসীর। 

পাইস্কা ইউনিয়নের কয়ড়া পশ্চিমপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মো. শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে এ অভিযোগ স্থানীয়দের।

ব্রিজটি একই ইউনিয়নের বৈরান নীদর বেড়িপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। মাটিগুলো নেয়া হচ্ছে ওই ইউনিয়নের হারিনাতেলী-হরিপুর গ্রামের রাস্তা সংস্কার কাজের জন্য।

রোববার (১৫ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, বেরিপটল গ্রামের বেড়িপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মূখে বৈরান নীদর উপর নির্মিত ব্রিজ। এর গোড়া থেকে কয়েকদিন যাবত এক্সাভেটর (ভেকু) দিকে মাটি কাটা কাজ চলছে। ট্রাক্টর যোগে মাটি নেয়া হচ্ছে একই ইউনিয়নের হারিনাতেলী-হরিপুর গ্রামের রাস্তা সংস্কারে। গভীর করে মাটি কেটে নেয়ার কারণে হুমকিতে পড়েছে ব্রিজটি।

স্থানীয় বাসিন্দা হেকতম আলী, কসিম উদ্দিন ও মুঞ্জু ফকিরসহ এলাকাবাসী বলেন, সরকারি উন্নয়নে দলীয় নাম ভাঙিয়ে ব্রিজের পাশ থেকে মাটি কাটা হচ্ছে। কয়কদিন ধরে এভাবে মাটি কেটে নেয়ায় হুমকিতে পড়েছে ব্রিজ। নদীতে বন্যার পানি এলে ব্রিজের খুঁটি দেবে ধসে যাবে। দুর্ভোগ নেমে আসবে ১৫ গ্রামবাসীর। নদী পাড়াপাড়ে কোনো উপায় থাকবে না। মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, বাবুল ভাই রাস্তা সংস্কার কাজে মাটি নিচ্ছেন।

তবে বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাস বাবুল। ব্রিজের গোড়া থেকে মাটি কাটা বিষয়টি জানেন না বলেও জানান তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!