Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিলেটে মাইক্রোর ধাক্কায় যুবক নিহত

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

জানুয়ারি ১৬, ২০২৩, ০৩:০৬ পিএম


সিলেটে মাইক্রোর ধাক্কায় যুবক নিহত

সিলেট নগরীর বাগবাড়ি নববারোড এলাকায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হৃদয় আহমদ (২৭)। সে বাগবাড়ির শহিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মাইক্রোবাস (হাইয়েস) গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে যান হৃদয়। উড়ে গিয়ে তিনি পার্শ্ববর্তী ফুটপাতে পড়েন। মাথায় গুরুতর আঘাত পান তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএস 

Link copied!