Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় রোরো ধানক্ষেত নষ্টের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৩, ০৪:৪২ পিএম


ভালুকায় রোরো ধানক্ষেত নষ্টের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় সদ্য রোপণকৃত বোরো ধান ক্ষেত মই দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলা দক্ষিণ রাংচাপড়া গ্রামে। এ বিষয়ে ভালুকা মডেল থানায় চারজনকে বিবাদি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাংচাপড়া গ্রামের আব্দুল কাদের গংদের সাথে রাংচাপড়া মৌজায় ৭২শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ পাশের পুরুড়া গ্রামের বাবুল আক্তার হোসাইন গংদের বিরোধ চলে আসছিলো। বাবুল আক্তার হোসাইন গংরা প্রতি বছরের ন্যায় কয়েকদিন পূর্বে বিরোধপূর্ণ ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করেন।

এদিকে, প্রতিপক্ষরা গত রোববার বিকেলে মই দিয়ে সদ্য রোপনকৃত ওই ধানক্ষেতটি নষ্ট করে ফেলেন। এ বিষয়ে রোববার রাতে ভালুকা মডেল থানায় চারজনকে বিবাদি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাবুল আক্তার হোসাইন জানান, ওই জমিটি তার বাবা মৃত আব্দুল খালেক শেখসহ অন্যান্য চাচাগণ প্রায় ৬০ বছর আগে ক্রয় করে ভোগ দখলে আছেন। সম্প্রতি ওই জমির উপর নজর পড়ে প্রতিবেশি আব্দুল কাদের গংদের এবং তারা জবর দখলের হুমকী দিয়ে আসছিলো। এ নিয়ে বেশ কয়েক দফা সালিশ হলেও কোন ফয়সালা না হওয়ায় গত রোববার বিকেলে আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে, লিটন মিয়া, রাজন মিয়া ও কাউছার সদ্য রোপনকৃত বোরো ধানক্ষেতটি মই দিয়ে নষ্ট করে ফেলেন।

এ ব্যাপারে প্রতিপক্ষ আব্দুল কাদের মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলে, রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।  

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগমূলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

কেএস 

Link copied!