Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৩, ০৬:৩৪ পিএম


গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিয়ান হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল কুঠিপাড়ায় এ ঘটনা ঘটে।

আরিয়ান হোসেন(৩) তেরাইল গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে।

বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান কমল বলেন, আরিয়ান বাড়ির সামনে একটি পুকুরপাড়ে খেলা করছিলো। এসময় আকস্মিক ভাবে সে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অরিয়ামের প্রতিবেশি মন্টু মিয়া বলেন, আরিয়ান খেলাধুলা করছিলো, বেশকিছু সময় তাকে না পেয়ে পরিবারের সদস্য খোঁজাখুজি করে। পরে পুকুরে তাকে ভাসমান দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হয়।

গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া বলেন, শিশু আরিয়ানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

আরএস

Link copied!