Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জের নিয়ামতিতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:১৪ পিএম


বাকেরগঞ্জের নিয়ামতিতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

‍‍`পুলিশই জনতা, জনতাই পুলিশ‍‍` এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতিতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, গুজব, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধের বিষয়ে করণীয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় নিয়ামতি বন্দরে এ সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতি ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও নিয়ামতি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন পিপিএম।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, নিয়ামতি নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুবকর ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ সুলতান আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ সুলতান আহমেদ, নিয়ামতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ নিলু আহমেদ, সাধারণ সম্পাদক বিমল সাহা, নিয়ামতি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মামুন-অর-রশিদ মিরন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, নিয়ামতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য গোলাম মোস্তফা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব ও ইভটিজিংসহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ নির্মুল করা সম্ভব নয়।

এজন্য প্রয়োজন পুলিশ, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, হয় মাদক ছারতে হবে নাহয় জেলখানায় থাকতে হবে।

কেএস 

Link copied!