কুমিল্লা প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:২২ পিএম
কুমিল্লা প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:২২ পিএম
কুমিল্লার এলজিইডি আওতায় সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আর ই আর এমপি-৩) শীর্ষক প্রকল্পের অধীন ১৫টি উপজেলায় ১৭৯টি ইউনিয়নে নিয়োজিত নারী কর্মীদের মাঝে প্রতি ইউনিয়নে ২টি করে সর্বমোট ৩৫৮টি ফার্স্ট এইডবক্স (মেডিসিন সহ) বিতরণের শুভ উদ্বোধন করেন এলজিইডি, কুমিল্লার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী।
এ সময়ে অত্র দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ জামিল, সহকারী প্রকৌশলী দীপু সূত্র ধর, ট্রেনিং অফিসার মোহাম্মদ নজির আহমেদ (আর ই আর এমপি-৩) এবং সংশ্লিষ্ট উপজেলার কমিউনিটি অর্গানাইজার ও এলসি এস সুপার ভাইজারগণ উপস্থিত ছিলেন।
কেএস