Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দেশে সারের সংকট নেই, নির্বিঘ্নে হবে বোরো চাষ: নওগাঁর ডিসি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:৫৪ পিএম


দেশে সারের সংকট নেই, নির্বিঘ্নে হবে বোরো চাষ: নওগাঁর ডিসি

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে সারের কোনো সংকট নেই। আসন্ন মৌসুমে বোরো ধানের চাষ নির্বিঘ্ন করতে ডিলারের মাধ্যমে প্রত্যেক কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া হবে। কোনো ডিলার সরকার নির্ধারিত দামে সার বিক্রিতে কারসাজি করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সাতবাড়িয়া গ্রামের মাঠে নির্বিঘ্নে বোরো ধানের চাষ, বাণিজ্যিক ও লাভজনক ফসল উৎপাদনসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি খালেদ মেহেদী হাসান আরও বলেন, শস্যভান্ডার নামে খ্যাত নওগাঁ জেলায় কোনো জমি পতিত রাখা যাবে না। কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করা হলে কৃষকেরা লাভবান হবেন। একই সঙ্গে জেলার উদ্বৃত্ত খাদ্য দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণ করবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকারের সঞ্চালনায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কেএম মঞ্জুরে মাওলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষিতে তরুণ উদ্যোক্তা নাজমুল হক, কৃষাণি আমেনা বেগম প্রমূখ।

কেএস

Link copied!