Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় দুর্ভোগে শিশু আর বৃদ্ধরা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৩, ০২:৩২ পিএম


কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় দুর্ভোগে শিশু আর বৃদ্ধরা

কুড়িগ্রামে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে আছে সমস্ত অঞ্চল। সেই সাথে বইছে হিমেল বাতাস। তীব্র এই ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে শিশু আর বৃদ্ধরা। মানুষে পাশাপাশি গবাদী পশুগুলো চরম কষ্টে পড়েছে।

প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা শীতে কাবু হয়ে পড়েছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে বসে থাকছেন। টানা শীতের কারণে কর্মজীবী মানুষ পড়েছে বিপাকে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

কুড়িগ্রাম সদর হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীনুর রহমান সরদার জানান, প্রচন্ড শীতের কারণে সর্দি জ্বর ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে ডায়রিয়া আইসোলেশনে রয়েছে ৫৫জন এবং শিশু ওয়ার্ডে ৬৩জন।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চ:দা:) তুহিন মিয়া জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস।

কেএস 

Link copied!