Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ: ধর্ষক আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৩, ০৬:২১ পিএম


ভালুকায় ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ: ধর্ষক আটক

ময়মনসিংহের ভালুকায় ৮ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে বরই দেয়ার কথা বলে দরজা আটকিয়ে ঘরের ভেতরে ধর্ষণ করেন মো. সাগর (১৯) নামে এক বখাটে যুবক। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ুইতলী এলাকায় সোমবার(১৬জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। ধর্ষক সাগর কড়ুইতলী এলাকার রিপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকার রিপন মিয়ার ছেলে সাগর প্রতিবেশী পিতৃহারা ঐ ছাত্রীকে বরই গাছ তলা থেকে বরই দেয়ার কথা বলে ঘরে নিয়ে বলপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় মেয়েটির মা স্থানীয় কটন মিলে ডিউটিরত ছিল। রাতে ডিউটি থেকে ফিরলে শিশুটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বললে মেয়েটির মা ৯৯৯ কল করলে পুলিশ এসে সাগরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছে।  

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে ভিকটিমকে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএস

Link copied!