Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে ভাতা প্রদানে করণীয় শীর্ষক সেমিনার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৩, ০৬:৪৫ পিএম


শ্রীপুরে ভাতা প্রদানে করণীয় শীর্ষক সেমিনার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা কমপ্লেক্সে ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতাভোগীদের ভাতা প্রদানের সমস্যা ও করণীয়’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার সেমিনারে সভাপতিত্ব করেন।

উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম-এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, গয়েশপুর ইউপি চেয়ার‌্যমান মোঃ আব্দুল হালিম মোল্লা, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান ও সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন প্রমুখ।

সেমিনারে সরকার প্রদত্ত বিভিন্ন ধরনের ভাতাভোগীদের ভাতা গ্রহণে নানা বিধ সমস্যা ও এ সমস্যা থেকে উত্তরোণের বিষয়ে আলোচকরা বক্তব্য রাখেন। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কেএস 

Link copied!