Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পূবাইলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৩, ০৩:৪৬ পিএম


পূবাইলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর মহানগরের পূবাইলে ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে টঙ্গী ভৈরবী সড়কের মিরের বাজার রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন ভোলা জেলার লালমোহন থানার চর উমেদ গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মিরের বাজার এলাকায় নেছারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। শাহাবুদ্দিন জন্ম থেকেই বাক প্রতিবন্ধী (কথা বলতে পারে না)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, কাজে যাওয়ার উদ্দেশ্যে শাহাবুদ্দিন সকাল পৌণে ৮টার দিকে বাসা থেকে টিফিন বক্স সঙ্গে নিয়ে বের হয়। পরে মিরের বাজার রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেল‌সড়ক অতিক্রম করছিল। সে সময় ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে শাহাবুদ্দিনের ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, মিরের বাজার রেলক্রসিং সংলগ্ন এলাকায় সকালে দুর্ঘটনায় হয়েছে এমন তথ্য পেয়ে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!