Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অটোরিকশাকে নসিমনের ধাক্কা, নিহত ১

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

জানুয়ারি ১৮, ২০২৩, ০৬:১৮ পিএম


অটোরিকশাকে নসিমনের ধাক্কা, নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে অন্তর হালদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী অন্তর হালদার (৩০) উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারের ছেলে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সকালে মহিষলুটি বাজার থেকে মাছ কিনে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন অন্তর। পথিমধ্যে রহিমপুর এলাকায় পৌছালে পিছন থেকে একটি দ্রুতগামীর নসিমন সিএনজিটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সিএনজির ড্রাইভারের পাশে বসা অন্তর ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ সময় সিএনজিতে থাকা আরও ৩ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে কোনও অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএস 

Link copied!