Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে’

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৩, ০৬:৩১ পিএম


‘খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে’

খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে হবে। যদি জনগণ তাদের রায় দেয় তাহলে আওয়ামী লীগ মেনে নিবে। তবে যতই কথা বলুক, তাদের এ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

তিনি মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মাদারীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিরখাড়ার শ্রীনদী এলাকায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিএনপি এদেশের খুনের রাজনীতি শুরু করেছে। তারা যুদ্ধপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতা। তারা গোলাম আযম, নিজামী, সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে রাজনীতি করে শাসনের নামে দুঃশাসন করেছে। সেই অপশক্তিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে পারে। আর এতে জনগন যদি তাদের রায় দেয়, তাহলে আওয়ামীলীগ তাদের রায় মেনে নিবে।

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার এলাকায় জেলা আওয়ামী লীগ জনসভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। সভায় জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!