Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে কিশোর কিশোরী ক্লাবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৩, ০৩:৩২ পিএম


মাধবপুরে কিশোর কিশোরী ক্লাবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান ও সাংবাদিক আয়ুব খান প্রমুখ।

কেএস 

Link copied!