Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নাগরপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৩, ০৩:৩৯ পিএম


নাগরপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান

টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সদর বাজারের বিভিন্ন মোড়ে অবৈধ দোকান ও গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে আসছিল। পথচারী ও স্কুলগ্রামী ছাত্রছাত্রীরা সময় মত স্কুল ও কলেজে যেতে পারছেন না। অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছার খুব কষ্ট কর হত।

যানজট নিরসনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম দুলাল, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, বাজার বনিক সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান লিটন, সিএনজি শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মো. ঠান্টু মিয়া।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, মাননীয় এমপি মহদয়েয় নির্দেশে সদর বাজার পবিদর্শন করে রাস্তার পাশে অবৈধ ভাবে ভ্রাম্যমান দোকান ও গাড়ি পার্কিং প্রাথমিক ভাবে সরিয়ে সবাইকে শর্তক করে দেওয়া হলো। পরবর্তীতে যারা অবৈধ ভাবে ফুটপাতে দোকান ও গাড়ি পার্কিং করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস 

Link copied!