Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৩, ০৯:০৬ পিএম


ট্রলিচাপায়  মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে ইট বোঝাই ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী সৌদিপ্রবাসী রুবেল মোল্যা (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

রুবেল কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে। প্রায় ১৫ দিন আগে সৌদিআরব থেকে ছুটিতে বাড়িতে আসেন তিনি।

এছাড়া রুবেলের শ্যালক মোটরসাইকেলের অপর আরোহী রাসেল মোল্যা (২০) গুরুতর আহত হয়েছেন। রাসেল খুলনার দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামের মাসুদ মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রুবেল তার শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ট্রলিগাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে রুবেল নিহত হন। আহত রাসেলকে প্রথমে কালিয়ায় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলি চালক পলাতক রয়েছে।
নড়াগাতি থানার ওসি শ্রী সুকান্ত সাহা বলেন, রুবেল মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআরএস

Link copied!