Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৩, ১১:২৩ এএম


ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে লিয়ামত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই রাহাত (১২) তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও পানিতে পড়ে যায়।

১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত লিয়ামত এবং আহত রাহাত ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে।

বড় ভাই রাহাত দৈনিক আমার সংবাদকে বলেন , তারা দুই ভাই পুকুরপাড়ে ছুটোছুটি করছিল। হঠাৎ তার ছোট ভাই পা পিছলে পুকুরে পড়ে যায়। এরপর ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে পড়ে যায়।

পুকুরের পানিতে ২ সন্তানকে ডুবতে দেখে তাদের মা চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে উভয়কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিয়ামত (৭) কে মৃত ঘোষণা করে। বর্তমানে তার বড় ভাই রাহাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরএস

Link copied!