Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

শেখ হাসিনার কাছে টুঙ্গিপাড়া যা বগুড়াও তাই: কামাল

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৩, ০৭:৩২ পিএম


শেখ হাসিনার কাছে টুঙ্গিপাড়া যা বগুড়াও তাই: কামাল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, গয়েশ্বরের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করেছে। আমি বলতে পারি বাইচান্স পাকিস্তান, পাকিস্তান কিন্তু মুসলিম লীগের প্রগতিশীল অংশ চায়নি, কিন্তু হয়ে গেছে, একটি সাম্প্রদায়িক রাষ্ট্রের জন্ম হয়ে গেছে। তবে পূর্ব বাংলা বাইচান্স পাকিস্তান হয়েছিল কিন্তু বাংলাদেশ বাইচান্স স্বাধীন হয় নাই। বাংলাদেশের জন্য হাজার বছর ধরে স্বপ্ন দেখেছেন। ৬১ সালে তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মনিসহ কয়েকজন ছাত্রনেতাকে ডেকে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার লক্ষ্য বাংলাদেশ স্বাধীন করা, তোমরা ছাত্র তরুণদের ঐক্যবদ্ধ করো, সেই অনুযায়ী বিএলএফ গঠন করেছিলেন। অনেক রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ।  

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এস এম কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যা বগুড়াও তাই। আমাদের একজন শেখ হাসিনা রয়েছেন, বিএনপির নেতাকর্মীদের বুকে হাত দিয়ে বলতে বললে তারা বলবে দেশের জন্য শেখ হাসিনা বেটার। আমার নেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড়গুণ হলো তিনি দেশকে বেশি ভালোবাসেন। উনি মনে করেন দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এ কারণে দেশের ও মানুষের সেবা করার জন্য দিনরাত পরিশ্রম করেন। আজ বিশ্বের বুকে রোল মডেল বাংলাদেশ। তাই বগুড়ার উন্নয়ন আরও এগিয়ে নিতে তিনি সদর আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এবি

Link copied!