Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৩, ০৯:৪৩ এএম


লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।

বৃহস্পতিবরা (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন তার নিজ বাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওয়াজেদ আলী।

পরে আহত তাকে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের স্বজনরা জানান,  রসূলগঞ্জে দুর্বৃত্তরা ওয়াজেদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তিনি মারা যান। 
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারী কে বা কারা তা শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। এআরএস
 

Link copied!