Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

হাতিয়ায় সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৩, ০১:১৩ পিএম


হাতিয়ায় সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল আমার সংবাদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকার ৩টি গুদামে অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা। তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা, লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।
এআরএস

Link copied!