Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় মর্টারশেল উদ্ধার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৩, ০৫:৩৬ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় মর্টারশেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার (২১ জানুয়ারি) বিকালে অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামের কৃষক আবু মিয়া বাড়ির সামনে একটি টিলা সমান করতে গিয়ে এটি পেয়েছেন বলে জানান তিনি।

এলাকাবাসীর সূত্রে জানা যায়,  প্রথমে কৃষক আবু মিয়া এটাকে গুপ্তধন মনে করে কাওকে কিছু না বলে বাড়ির পাশে ডোবায় ফেলে রাখে।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ্জাহান বলেন, আবু মিয়া গত দু‍‍`দিন আগে এটি পান। তবে সে বুঝতে পারেনি এটি মর্টারশেল। আগের দিনের গুপ্তধন ভেবে এটি ডোবায় ফেলে রাখে। পরবর্তীতে জানজানি হলে আমি সেখানে গিয়ে উদ্ধারের ব্যবস্থা করি।

পুলিশ ধারণা করছে মর্টারশেলটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।

এ ব্যাপারে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ধাতব বস্তুটি একটি অবিস্ফোরিত মর্টারশেল। আপাতত উদ্ধার করা হয়েছে। পরীক্ষার জন্য পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কেএস

Link copied!