Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মতলবের জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২১, ২০২৩, ০৭:৫৭ পিএম


মতলবের জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী -২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের এমপি এড. নুরুল আমিন রুহুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. শামসুল আলম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ,বি মইন উদ্দীন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মতলব উত্তর, চাঁদপুর। এহসান মো. জিয়াউদ্দিন হোসেন, সভাপতি ম্যানেজিং কমিটি, জামিলা খাতুন উচ্চ বিদ্যালয়। 

মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। মো. নাজিম উদ্দীন সোহেল, বিশিষ্ট ব্যবসায়ীসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

টিএইচ

Link copied!