Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আখেরি মোনাজাত পরিচালনা করবেন ইউসুফ কান্ধলভী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৩, ০৯:০৬ পিএম


আখেরি মোনাজাত পরিচালনা করবেন ইউসুফ কান্ধলভী

গাজীপুর টঙ্গীর তুরাগ নদের তীরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (২২ জানুয়ারি) জোহরের নামাজের আগে এ পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৬তম বিশ্ব ইজতেমা। 

আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নানা বিড়ম্বনাকে উপেক্ষা করে টঙ্গীর ইজতেমা ময়দানে ছুটে আসেন। 

ইতোমধ্যে মুসল্লিরা ময়দানের নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশের আগত মুসল্লিদের পদচারণে শিল্পশহর টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। বাস, ট্রাক, ট্রেন, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা যোগ দিচ্ছেন ইজতেমায়। ইজতেমা ময়দানে মুসল্লিদের আসা এখনও অব্যাহত রয়েছে। আখেরি মোনাজাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুসল্লিদের এ ঢল অব্যাহত থাকবে।

আরএস

 

Link copied!