Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩, ১১:৩৪ এএম


ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারী আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে আবু তাহের (৬৫)। 

ইজতেমায় এসে বার্ধক্যজনিত কারণসহ অসুস্থ হয়ে দুদিনে মোট ছয়জন মুসল্লি মারা গেছেন।

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আবু তাহেরের রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। এর আগে ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ৫ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন- ঢাকার গুলিস্তান বঙ্গবাজার এলাকার বোরহান উদ্দিন (৪৮), কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল হান্নান (৪৫), গাইবান্ধার আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার সাভার থানা এলাকার মফিজুল (৫৪) এবং বরগুনার মফিজুল ইসলাম (৭৫)।  

রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।  

কেএস 

Link copied!