Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের কমিটি গঠন

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩, ১২:২১ পিএম


আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রবাসী যুব দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের স্বাক্ষরিত ৮৯ বিশিষ্ট প্রবাসী যুব দলের কমিটি অনুমোদন দেয়া হয়।

অনুমোদনকৃত কমিটিতে রাজিবুল ইসলাম রাজীবকে সভাপতি ও নাফিজুল হাসান রোমন চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন এবং সদস্য সচিব মহসিন ভূঁইয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া(৪) কসবা -আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপির অভিভাবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় প্রবাসী যুব দলের রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে নতুন এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

প্রবাসী যুবদলের নতুন কমিটির সভাপতি মো: রাজিবুল ইসলাম রাজীব প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণা করায় কসবা-আখাউড়া বিএনপির অভিভাবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া এবং উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিএনপির জাতীয় সকল আন্দোলন সংগ্রামে আখাউড়া প্রবাসী যুবদলের  অংশগ্রহণ থাকবে বলে জানান।

কেএস 

Link copied!