Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সুন্দরবনে হরিণের মাংসসহ দুই শিকারি আটক

শরণখোলা প্রতিনিধি

শরণখোলা প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩, ০৭:৫৬ পিএম


সুন্দরবনে হরিণের মাংসসহ দুই শিকারি আটক

সুন্দরবনের কচিখালী এলাকায় হরিণের মাংসসহ দুই শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময় হরিণধরা ফাঁদ ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। আটক শিকারীদের রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সবুর জানান, শনিবার সন্ধ্যায় তার নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল কালে কচিখালীর ডিমেরচর এলাকায় একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামাতে নির্দেশ দেয়। ট্রলার আরোহীরা ডিমেরচরের কিনারে ট্রলার ভিড়িয়ে বনের মধ্যে পালিয়ে যায়।

বনরক্ষীরা ঐ ট্রলার থেকে  দেড়শ  ফুট হরিণ ধরা নাইলনের ফাঁদ এবং ১৫/১৬ কেজি হরিণের মাংস জব্দ করে। পরে বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশি চালিয়ে দুই চোরাশিকারীকে আটক করতে সক্ষম হয়। আটক শিকারিরা হচ্ছে, বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামের মো. ইদ্রিস (৪০), ও চরলাঠিমারা গ্রামের মো. নিজাম (৪৫)।

শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার সুফল রায় বলেন, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় একটি বন মামলা দায়ের করে আটক আসামিদের  রোববার সন্ধ্যায় বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

টিএইচ

Link copied!